মানুষ জন্মের পর থেকে আমৃত্যু আনুষ্ঠানিক, উপআনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় শিক্ষা লাভ করে। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষার অনুশীলন কেন্দ্র। সাধারণত আনুষ্ঠানিক শিক্ষা সঞ্চালিত হয় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষিত ও প্রত্যয়িত শিক্ষকের মাধ্যমে। সামাজিক, নৈতিক এবং একাডেমিক শিক্ষা শুধুমাত্র শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক-এর সমন্বিত প্রয়াসেই সম্ভব।
এই লক্ষ্যকে সামনে রেখেই করোনা মহামারীর এই বৈশ্বিক পরিস্থিতিতে এন কে এম হাই স্কুল এন্ড হোমস্-এর মান্যবর সভাপতি মহোদয় কর্তৃক উদ্ভাবিত “ভ্রাম্যমাণ পাঠদান কর্মসূচি”র মাধ্যমে শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের দোরগোড়ায় গিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে ক্লাস্টার ভিত্তিক ব্যাতিক্রমধর্মী শিক্ষা কার্যক্রম চলছে।
এতে করে শিক্ষার্থীরা বর্তমান স্থবির পরিবেশ কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। সর্বোপরি তাদের পড়াশোনায় গতিশীলতা আনয়নে এই “ভ্রাম্যমাণ পাঠদান কর্মসূচি” খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।