
স্রষ্ঠার সৃষ্ট এই জগৎ সংসারে জ্ঞানের বদৌলতেই মানুষ সকল প্রাণিকুলের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে পেরেছে। অনাদিকাল থেকে মানুষ প্রাকৃতিক পরিবেশ থেকে যে জ্ঞান লাভ করেছে জীবন বাস্তবতায় তা-ই প্রয়োগ করে সে হয়েছে সফল। সময়ের ব্যবধানে মানুষের অর্জিত সেই জ্ঞান সঞ্চয় করে রাখার প্রয়োজন দেখা দেয়। সৃষ্টি হয় বই। আর শত-সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যাণে জ্ঞানীব্যক্তিরাও কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হন।
নরসিংদীর কৃতী সন্তান, জীবন্ত কিংবদন্তি, দানবীর, শিক্ষানুরাগী, সফল ও আদর্শ মানুষের প্রতীক আলহাজ্ব আবদুল কাদির মোল্লা মহোদয় তেমনই একজন জ্ঞানীব্যক্তি। যাঁর প্রতিদিন সকালে ঘুম ভাঙ্গে মানুষ ও মানবতার কিসে কল্যাণ হয় তার স্বপ্ন দেখতে দেখতে, যাঁর প্রতিদিনের কর্মকাণ্ড শুরু হয় মানুষ ও মানবতার কল্যাণে দান করার মধ্য দিয়ে, যিনি দিন শেষে প্রতি রাতে ঘুমান মানুষ ও মানবতার কল্যাণের কথা ভাবতে ভাবতে। তাঁরই সর্বাত্মক সহযোগিতায় এবং মাতৃতুল্য মিসেস নাছিমা বেগমের ঐকান্তিক ইচ্ছায় নরসিংদী শহরের প্রাণকেন্দ্রে প্রকৃত ও মানসম্মত শিক্ষার পীঠস্থান হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্, নরসিংদী।
বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও প্রতিষ্ঠাতা মহোদয়ের সুদৃষ্টি ও সময়োপযোগী নির্দেশনায়, ম্যানেজিং কমিটির সার্বিক তত্ত্বাবধানে, শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতায় বিদ্যালয়টি অচিরেই তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রতিষ্ঠানটিকে সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য আমি সকলের সুচিন্তিত মতামত ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
প্রধান শিক্ষক
নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্, নরসিংদী