নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্

(এন কে এম হাই স্কুল এন্ড হোমস্)

নরসিংদী সদর, নরসিংদী

স্থাপিতঃ ২০০৮ খ্রি.

(প্রতিষ্ঠানটি মজিদ মোল্লা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত)

ইআইআইএন নংঃ ১৩৪০২০
বিদ্যালয় কোডঃ ৩০৩৭
ফোন নংঃ ০২৯৪৫১৮৬৬
  • প্রতিষ্ঠান প্রধানের বাণী

    principal
    স্রষ্ঠার সৃষ্ট এই জগৎ সংসারে জ্ঞানের বদৌলতেই মানুষ সকল প্রাণিকুলের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে পেরেছে। অনাদিকাল থেকে মানুষ প্রাকৃতিক পরিবেশ থেকে যে জ্ঞান লাভ করেছে জীবন বাস্তবতায় তা-ই প্রয়োগ করে সে হয়েছে সফল। সময়ের ব্যবধানে মানুষের অর্জিত সেই জ্ঞান সঞ্চয় করে রাখার প্রয়োজন দেখা দেয়। সৃষ্টি হয় বই। আর শত-সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যাণে জ্ঞানীব্যক্তিরাও কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হন।

    নরসিংদীর কৃতী সন্তান, জীবন্ত কিংবদন্তি, দানবীর, শিক্ষানুরাগী, সফল ও আদর্শ মানুষের প্রতীক আলহাজ্ব আবদুল কাদির মোল্লা মহোদয় তেমনই একজন জ্ঞানীব্যক্তি। যাঁর প্রতিদিন সকালে ঘুম ভাঙ্গে মানুষ ও মানবতার কিসে কল্যাণ হয় তার স্বপ্ন দেখতে দেখতে, যাঁর প্রতিদিনের কর্মকাণ্ড শুরু হয় মানুষ ও মানবতার কল্যাণে দান করার মধ্য দিয়ে, যিনি দিন শেষে প্রতি রাতে ঘুমান মানুষ ও মানবতার কল্যাণের কথা ভাবতে ভাবতে। তাঁরই সর্বাত্মক সহযোগিতায় এবং মাতৃতুল্য মিসেস নাছিমা বেগমের ঐকান্তিক ইচ্ছায় নরসিংদী শহরের প্রাণকেন্দ্রে প্রকৃত ও মানসম্মত শিক্ষার পীঠস্থান হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্, নরসিংদী।

    বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও প্রতিষ্ঠাতা মহোদয়ের সুদৃষ্টি ও সময়োপযোগী নির্দেশনায়, ম্যানেজিং কমিটির সার্বিক তত্ত্বাবধানে, শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতায় বিদ্যালয়টি অচিরেই তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রতিষ্ঠানটিকে সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য আমি সকলের সুচিন্তিত মতামত ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

    প্রধান শিক্ষক
    নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্, নরসিংদী

  • এক নজরে প্রতিষ্ঠান

    slider0